আইসিসির সর্বোচ্চ পদেও গাঙ্গুলীকে দেখছেন কিংবদন্তি গাওয়ার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ মে ২০২০, ১৪:০১

দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন তিনি। প্রশাসক হিসেবে দ্বিতীয় ইনিংসেও এখনও অবধি সৌরভ গাঙ্গুলী তাঁর নামের প্রতি সুবিচার করে এসেছেন। রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি থেকে বর্তমানে দেশের ক্রিকেট গভর্নিং বডির সভাপতি। প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভকে পেয়ে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে এখানেই শেষ নয়, সৌরভ গাঙ্গুলীর মধ্যে যে রাজনৈতিক দক্ষতা রয়েছে, তাতে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির দায়িত্বও দক্ষ হাতে সামলাতে তিনি সক্ষম বল জানালনে ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড গাওয়ারের। প্রশাসক হিসেবে গাঙ্গুলীর কাজে তিনি এতটাই মুগ্ধ যে আগামীতে বিশ্ব ক্রিকেট সংস্থার সর্বোচ্চ পদেও সৌরভকে দেখছেন গাওয়ার। কিউ-২০’ নামক একটি চ্যাট শোয়ে এই কিংবদন্তি বলেন, ‘বহু বছরের অভিজ্ঞতা থেকে এটা আমার উপলব্ধি যে বিসিসিআই সভাপতি হতে গেলে অনেক বিষয়ে পটু হতে হয়। সেখানে সৌরভের মতো ভাবমূর্তির ভীষণ প্রয়োজন। ওর শুরুটাও ভালো হয়েছে। বিসিসিআই সভাপতি হওয়ার আগে একজন দক্ষ রাজনীতিবিদ হওয়া প্রয়োজন। কারণ তাঁকে একইসঙ্গে অনেক দিক সামলাতে হয়। পাশাপাশি ভারতবর্ষের মতো দেশে বিসিসিআই প্রেসিডেন্টের পদ সামলানোটা সবচেয়ে কঠিন। তাঁর কথায়, ‘বিসিসিআই সভাপতির ক্রিকেটের প্রতি দায়বদ্ধ থাকাটা ভীষণ জরুরি। ভারতে কোটি কোটি মানুষ ক্রিকেট নিয়ে বাঁচে। সুতরাং সৌরভ বর্তমানে সবচেয়ে কঠিন কাজটা সামলাচ্ছে বিসিসিআই সভাপতি হিসেবে। এখনও অবধি সেটাতে ও সফল। ও সবার কথা শোনে, নিজের মতামত প্রদান করে, আবার যেকোনো বিষয়ে রাশ টানতে পারে ভদ্রভাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও