বগুড়ায় ধানের দাম বেড়েছে, কৃষকের মুখে হাসি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ মে ২০২০, ১২:১৪
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা হাটে গতকাল প্রতি মণ মিনিকেট হিসেবে পরিচিত সরু ধান ৯৮০ থেকে ১০১০ টাকা দরে এবং কাটারিভোগ জাতের সরু ধান ৮৫০ থেকে ৮৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ব্রি-২৮ জাতের ধান বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।