রাজধানীতে বাড়ছে প্রযুক্তি পণ্যের বেচাকেনা
ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব বিপণিবিতান বন্ধ করে দেওয়া হয়েছিল। ঈদের আগে বিপণিবিতানগুলোর কার্যক্রম আবারও চালুর সুযোগ দেওয়া হয়। এরইমধ্যে দেশের প্রযুক্তি পণ্যের বাজারে ক্রেতাদের সমাগম ও বেচাকেনা বাড়ছে। ১০ মে থেকে ফের কার্যক্রম শুরু করেছে রাজধানীর প্রযুক্তি পণ্য বিক্রির বড় দুই বাজার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার এবং আগারগাঁও এর বিসিএস কম্পিউটার সিটি। প্রতিদিনই এসব শপিং সেন্টারে আসা ক্রেতার সংখ্যা এবং প্রযুক্তি পণ্যের বেচাকেনা বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। বিসিএস কম্পিউটার সিটির ইউনিভার্সাল কম্পিউটার শপের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, ‘প্রথম দিন তেমন গ্রাহক ছিল না। তবে দিনদিন গ্রাহক বাড়ছে। স্বাভাবিক সময়ের চেয়ে বেচাকেনা অনেক কম। কিন্তু দিনের সঙ্গে সঙ্গে বাড়ছে সেটি একটি ভালো দিক। ঈদ আসতে আসতে হয়তো আরও বাড়বে।’ কী ধরনের গ্রাহক বেশি আসছেন এবং তারা কী ধরনের পণ্য কিনছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ক্রেতাদের বেশিরভাগই তরুণ। অনেকে আছেন বিভিন্ন অফিসের করপোরেট ক্লায়েন্ট। গ্রাহকরা মোটামুটি সব ধরনের পণ্যই কিনছেন যেমন পুরো ডেস্কটপ সেটআপ বা ল্যাপটপ।