রোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশেই এখন লকডাউন চলছে। ফলে অনেকেই অনলাইনে খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র অর্ডার করছেন। তবে বাইরে থেকে আসা জিনিসপত্রগুলো আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই খাবার অর্ডার দেওয়ার ক্ষেত্রে করোনার সংক্রমণ হবে কি না-তা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। অনলাইনে খাবার অর্ডার করা কি নিরাপদ? বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত ফুড বা ফুড প্যাকেজিংয়ের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ ভালোভাবে রান্না করা হলে এই ভাইরাস বেঁচে থাকে না। তাই অনলাইনে অর্ডার করা খাবার সম্পূর্ণ নিরাপদ। ফুড প্যাকেজিংয়ের সংস্পর্শের কারণে সংক্রামিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনি যদি অনলাইনে খাবারের অর্ডার দেন, তবে এই বিষয়গুলোর দিকে বিশেষ মনোযোগ দিন- ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বিকল্পটি নির্বাচন করুন। খাবার অর্ডার করতে আপনি ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বিকল্পটি নির্বাচন করুন। আজকাল অনেক খাদ্য সরবরাহকারী সংস্থাগুলো এই বিকল্পটি সরবরাহ করছে। ‘কনট্যাক্টলেস ডেলিভারি’র ক্ষেত্রে ফুড ডেলিভারি দেওয়া ব্যক্তিটি আপনার খাবারটি আপনার দরজার বাইরে রাখবে, ডোরবেল বাজাবে এবং ডেলিভারি করা হয়েছে-তা নিশ্চিত করার জন্য আপনাকে কল করবে। এতে আপনি নিজের অর্ডারও পাবেন এবং ডেলিভারি দেওয়া ব্যক্তির থেকে নিরাপদ দূরত্বও বজায় রাখতে পারবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.