পাকিস্তান REMDESIVIR ড্রাগটি প্রস্তুত ও রপ্তানি করবে
ভয়েস অব আমেরিকা (আমেরিকা)
প্রকাশিত: ১৬ মে ২০২০, ০৩:২৭
করোনা মহামারী রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ, REMDESIVIR প্রস্তুত করতে যাচ্ছে পাকিস্তানের স্থানীয় একটি ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকারী প্রতিষ্ঠান, GILEAD প্রতিষ্ঠানের সহযোগীতায়I পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, জাফর মির্জা শুক্রবার জানান, কয়েক সপ্তাহের মধ্যেই তারা ঔষধটি প্রস্তুত ও রপ্তানি করতে সক্ষম হবেI পাকিস্তান হচ্ছে তৃতীয় দেশ, যাদের সঙ্গে সহোযগিতার ভিত্তিতে ঔষধটি প্রস্তুত করা হবেI GILEAD প্রতিষ্ঠান এছাড়াও ভারতে ৪টি সংস্থার সঙ্গে ঔষধটি প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছেI