কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আক্রান্ত ২৫ কারারক্ষীর মধ্যে পাঁচজন সুস্থ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২০, ২২:৩৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে থাকা করোনা আক্রান্ত ২৫ কারারক্ষীর মধ্যে এরই মাঝে মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকিরাও ভালো আছেন এবং সুস্থতার পথে বলে জানিয়েছে তারা। শুক্রবার (১৫ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আমাদের কারারক্ষীরাও আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ২৫ কারারক্ষীর করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই পুরান ঢাকায় কারাগারের পার্শ্ববর্তী কোয়ার্টারে থাকতেন। হাসপাতালে অসুস্থ বন্দিদের পাশে থেকে ডিউটি করার দায়িত্বে ছিলেন তারা। তারই সূত্রে ওই কারারক্ষীরা করোনা আক্রান্ত হন বলে আমরা ধারণা করছি। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৫ জন সেরে উঠেছেন। আগেই। বাকিরা হাসপাতলে। তারাও সুস্থ হওয়ার পথে। এর মধ্যে ৮ জন আছেন মুগদা হাসপাতালে। এছাড়া মিরপুরের একটি হাসপাতলে ৮ জন ও কেরানীগঞ্জের জিনজিরায় একটি হাসপাতলে আছে দুই কারারক্ষী। সুস্থ হয়ে ওঠা কারারক্ষীদের বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) একটি ফাঁকা ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানান মাহবুবুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও