কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রীর ন‌থি জা‌লিয়া‌তি, ত‌রিকু‌লের স্বীকা‌রো‌ক্তি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২০, ১৮:২৯

নথি জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেওয়ার কথা স্বীকার ক‌রে আদাল‌তে জবানব‌ন্দি দি‌য়ে‌ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের ব‌হিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিন।  শুক্রবার (১৫ মে) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ইয়াস‌মিন আরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানব‌ন্দি রেকর্ড ক‌রেন।  এর আগে গত ১৩ মে দ্বিতীয় দফায় দুই দি‌নের রিমা‌ন্ডে নেওয়া হয় ত‌রিকুল‌কে। সেই রিমা‌ন্ডের এক‌দিন বা‌কি থাক‌তেই তার জবানব‌ন্দি রেক‌র্ডের আবেদন ক‌রেন তেজগাঁও থানার প‌রিদর্শক, তদন্ত কর্মকর্তা শামীম উর রশীদ। সেই আবেদন মঞ্জুর হলে তরিকুলের তার জবানব‌ন্দি রেকর্ড করা হয়।  এর আগে গত ৮ মে তরিকুলসহ ৩ জনের চার দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড চলাকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিম উদ্দিন দোষ স্বীকার করে আদাল‌তে জবানবন্দি দেন। মামলার এজাহারে নাজিম উদ্দিনের নাম না থাকলেও পরবর্তী সময়ে তদন্তে তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমাও গ্রেফতারের পর দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও