রাত সাড়ে দশটা মানেই যেন তামিম ইকবালের লাইভ শো। এর মাধ্যমেই মানুষকে ঘরে বন্দি থাকার কষ্ট ভুলিয়ে দিচ্ছেন তামিম। রাত সাড়ে দশটা মানেই যেন তামিম ইকবালের লাইভ শো। এর মাধ্যমেই মানুষকে ঘরে বন্দি থাকার কষ্ট ভুলিয়ে দিচ্ছেন তামিম। দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেটাররা আসছেন তামিমের এই শোতে। লাখ লাখ ক্রিকেটপ্রেমী এসব আড্ডা দেখছেন এবং ভীষণ আনন্দ পাচ্ছেন। বিশেষ করে তামিম ইকবালের মজাদার উপস্থাপনা, নানা হাস্যরসাত্মক ঘটনা স্মৃতিচারণ করা এবং সিরিয়াস কিছু বিষয়ে আলোচনা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। তবে জনপ্রিয় এই শো টি বেশিদিন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেই জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী ২৩ মে শনিবার তার শোয়ের সর্বশেষ পর্ব প্রচারিত হতে যাচ্ছে। ক্রিকেটপ্রেমীদের কাছে সংবাদটি নিশ্চয়ই খুব দুঃখের হবে। ইতোমধ্যে তামিমের এই শো অনলাইন মাতিয়ে দিয়েছে। তামিমের কাছে বেশ কিছু জায়গা থেকে নাকি উপস্থাপনার প্রস্তাবও এসেছে। লাজুক স্বভাবের তামিম ইকবাল যে এমন সাবলীল উপস্থাপনা করতে পারেন, তা যেন অনেকের কাছেই বিস্ময়। আজ তামিমের শোতে আসছেন ভারতের ভয়ংকর ওপেনার রোহিত শর্মা। ২৩ তারিখের আগে আরও ৫টি শো করতে চান তামিম। এর মাঝে দেশি-বিদেশি সব ক্রিকেট তারকারাই থাকবেন। যেমন আগামীকাল শনিবার একসঙ্গে আসছেন সৌম্য সরকার, লিটন দাস এবং মুমিনুল হক। জাতীয় দলের 'পঞ্চপাণ্ডব' খ্যাত পাঁচ সিনিয়রও একদিন আড্ডা দিতে পারেন। তামিমের শোতে থাকছে আরও নানা চমক। তবে ২৩ তারিখের কথা মনে হলেই ভক্তদের মন খারাপ হতে বাধ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.