You have reached your daily news limit

Please log in to continue


করোনা মোকাবিলায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকা রাখছে

রাঙামাটি ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেছেন, পাহাড়ে সন্ত্রাস দমনের পাশাপাশি করোনা মোকাবিলায়ও সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে।  শুধু তাই নয়, দেশের যেকোন দূর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে কাজ করে। শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে রাঙামাটি স্টেডিয়ামে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে এক মিনিটের বাজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজিয়ন কমান্ডার আরও বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষের জন্য মূলত আমাদের এই আয়োজন। যারা অর্থনৈতিকভাবে কষ্টে দিন কাটাচ্ছে। মানুষকে সবজি দেওয়ার মূল কারণ হলো- করোনার কারণে যান চলাচল বন্ধ থাকায় এবং মানুষ ঘর থেকে বের না হওয়ার কারণে কৃষকের ফসল জমিতে নষ্ট হচ্ছে। তারা উৎপাদিত ফসল বিকিকিনি করতে না পারায় আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। যে কারণে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসল সেনাবাহিনী ন্যায্য মূল্যে কিনে তাদের অর্থনৈতিক ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা করছে। ব্রিগেডিয়ার জেনারেল জানান, জীবাণুনাশক স্প্রে এবং শারীরিক দূরত্ব রক্ষা করে রাঙামাটি শহরে আবারো এ ধরনের উদ্যোগ পরিচালনা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন