দ.আফ্রিকান ব্যাটসম্যানের সঙ্গে চুক্তি করে ফেলল কিউইরা
নতুন মুখ ডেভন কনওয়ে’কে ২০২০/২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেই সঙ্গে চুক্তিতে রেখেছে কাইল জেমিসন ও বাঁ-হাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলকেও। ২০১৯/২০ মৌসুমের চুক্তিতে থাকা কলিন মুনরো, জিত রাভাল এবং টড অ্যাশটলকে বাদ দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। এ বছরের শুরুর দিকে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন এই তিন তারকা। কাইল, অ্যাজাজ ও ডেভনের সঙ্গে চু্ক্তির ব্যাপারে নিউজিল্যান্ডের সিলেকশন ম্যানেজার গাভিন লারসেন বলেন, ‘এটা সত্যিকার অর্থে উত্তেজনার যে, কাইল, অ্যাজাজ এবং ডেভনের সঙ্গে চুক্তি করাটা, যারা গত ১২ মাস পারফর্ম্যান্সে মুগ্ধ করেছে।’ কাইল ও প্যাটেলকে আগেই কিউইদের জার্সিতে খেলতে দেখা গেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ডেভনকে। তার জন্ম দক্ষিণ আফ্রিকার জোহানাসবার্গে হলেও ২০০৭ সাল থেকে খেলছেন নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব ওয়েলিংটনের হয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.