You have reached your daily news limit

Please log in to continue


শবে কদরের রাতে ইরানে চিকিৎসকদের অন্যরকম ইবাদত!

চিকিৎসা দিচ্ছেন লেখক পবিত্র মাহে রমজানের শবে কদরের রাতে ইরানের ইসফাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ শবে কদরের রাতে আসা ইবাদতকারীদের ফ্রি চিকিৎসা দেবা দেন। চিকিৎসাকেও তারা ইবাদত মনে করেন। ইরানের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন 'আঞ্জুমানে ইসলামি দানেশজুয়ান' এর আয়োজনে শবে কদর সালামাত নামের এই কর্মসূচি পালন করা হয়। এতে ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের মসজিদে শবে কদরের রাতে আসা ইবাদতকারীদের বিভিন্ন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির মুখপাত্র আলী নাসরুল্লাহী জানান, মানুষকে সেবা করাও একটি ইবাদত, তাই আমরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলো তথা শবে কদরের রাতগুলোতে ইস্পাহানের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এই কর্মসূচির মাঝে ছিল ফ্রি ডায়াবেটিকস পরীক্ষা, প্রেসার মেপে দেয়া, প্রাথমিক চক্ষু পরীক্ষা, ওজন মেপে দেয়া, প্রাথমিক ডেন্টাল পরীক্ষা, গর্ভবতী মহিলাদের পরামর্শ প্রদান, ফিজিওথেরাপি ইত্যাদি চিকিৎসা প্রদান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন