কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১ মাস করোনার সঙ্গে লড়ে হারলেন জাপানের সুমো কুস্তিগীর

এনটিভি প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৯:১৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে ২৮ বছর বয়সী এক সুমো কুস্তিগীর মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সুমো কুস্তিগীরের মৃত্যুর খবর জানিয়েছে জাপান সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)। সুবোশি নামে পরিচিত সুমো কুস্তিগীরের মূল নাম কিউটাকা সুয়েটাকে। করোনায় শরীরের একাধিক অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় মারা যান তিনি। জাপানি গণমাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, কোভিড-১৯ পজিটিভ হওয়া প্রথম সুমো কুস্তিগীর ছিলেন সুবোশি। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তিনি। খুব দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে এবং ৯ দিন পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই মারা যান সুবোশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও