পোশাকশ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয়নি
আর ৯ থেকে ১০ দিনই পরই ঈদ। অধিকাংশ রপ্তানিমুখী পোশাক কারখানা এখনো গত এপ্রিলের মজুরি পরিশোধ করেনি। ফলে ঈদের আগে পোশাকশ্রমিকেরা বোনাস পাবেন কি না, সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সদস্যরা প্রায় চার ঘণ্টা বৈঠক করেও বোনাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। রাজধানীর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে আজকের সভায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক, সাবেক সভাপতি ও সাংসদ আব্দুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএর সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিকনেতা ফজলুল হক, মন্টু ঘোষ, জলি তালুকদার, চায়না রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা বেলা ১১টায় শুরু হয়ে ৩টা পর্যন্ত চললেও শ্রমিকের বোনাসের বিষয়ে সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা বরাবরের মতো মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস ২০ মের মধ্যে পরিশোধের দাবি করেছি।