এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস লকডাউন শিগগিরই শিথিলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানীর দেওয়া সতর্ক বার্তাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। স্কুল খুলে দেওয়া নিয়ে ফাউচির সতর্কতা ঘিরে বিশেষ অসন্তোষের কথা জানান তিনি। বুধবার হোয়াইট হোউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ'-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার সিনেটে আইনপ্রণেতাদের এক শুনানি অংশ নেন হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের অন্যতম এই সদস্য। ওই শুনানিতে তিনি বলেন, বিদ্যমান মহামারির মধ্যেই অর্থনীতি সচল করে দেওয়া হলে যুক্তরাষ্ট্রকে ‘গুরুতর পরিণতি'ভোগ করতে হতে পারে। টিকা আবিষ্কারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্কুল খুলে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.