সুন্দরবনে বিলুপ্তপ্রায় বাটাগুর বাসকার ৩৪টি বাচ্চা ফুটেছে
                        
                            বাংলাদেশ প্রতিদিন
                        
                        
                        
                         প্রকাশিত: ১৩ মে ২০২০, ২০:৪৫
                        
                    
                বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এবার বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’র ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে। বুধবার সকালে সুন্দরবনের করমজলের কচ্ছপ প্রজনন কেন্দ্রে ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। এ সময় একে একে ফুটে বের হয় ৩৪টি বাচ্চা। একটি ডিম নষ্ট হয়েছে।