টঙ্গী বাজারে দেড় হাজার অবৈধ দোকান উচ্ছেদ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৮:৩৬

গাজীপুরের টঙ্গী বাজারে অবৈধভাবে গড়ে উঠা দেড় হাজার দোকানপাট উচ্ছেদ করেছে জেলা মেট্রোপলিন পুলিশ। গত দুই দিনে টঙ্গী বাজারে ওইসব দোকান উচ্ছেদ করা হয়। এতে টঙ্গীবাসী স্থানীয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। টঙ্গী বাজারে আরো পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। টঙ্গী বাজারের অভ্যন্তরের সবকটি চলাচলের সড়ক দখল করে ব্যবসা করে আসছিল অবৈধ দখলদার একটি চক্র। বুধবার সকাল থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ উচ্ছেদ অভিযান শুরু করে। টঙ্গী বাজারের বিভিন্ন মার্কেটর সামনে মার্কেট মালিক ও এলাকার একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র যোগসাজস করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা আগাম নিয়ে বাজারের অলিগলিতে ওইসব দোকানপাট বসিয়ে দৈনিক চাঁদা হিসেবে বিপুল অর্থ হাতিয়ে নেয়। এতে বাজারের সড়কগুলোয় ২৪ ঘণ্টা যানবাহন আটকে থাকতো। চরম দুর্ভোগ পোহাতো হতো সাধারণ মানুষ ও ক্রেতাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও