![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/05/13/165141hmofalnuon-1539013033.jpg)
ক্ষমা চাইলেন ব্রায়ান অ্যাডামস
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৬:৫১
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন 'সামার অফ সিক্সটি নাইন' খ্যাত কানাডিয়ান গায়ক ও গীতিকার ব্রায়ান অ্যাডামস। এবার সেই পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন এই তারকা। ইনস্টাগ্রামে সোমবার চীনের উহানের ওয়েট মার্কেট প্রসঙ্গে ব্র্যায়ান অ্যাডামস লিখেছিলেন, ‘আজ রাতে রয়াল অ্যালবার্ট হলে কনসার্ট করার কথা ছিল। কিন্তু ধন্যবাদ কিছু বাদুর খাওয়া, ওয়েট মার্কেটে পশু বিক্রি করা, ভাইরাস তৈরি করা লোভীদের। পুরো পৃথিবী থেমে আছে, হাজারো মানুষ ভুগেছেন এবং প্রাণ হারিয়েছেন।