কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা থেকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সুরক্ষা কামনায় ১১ খাসি জবাই

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১৫:৫৩

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন করোনাভাইরাসে আক্রান্ত না হন এবং তাদের দীর্ঘায়ু কামনা করে ১১টি খাসি জবাই করে বিলিয়ে দিয়েছেন কুড়িগ্রামের এক যুবক। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার গ্রামে এ ঘটনা ঘটে। এই গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে খাইরুল ইসলাম নিজের অর্থায়নে ১১টি খাসি জবাই করে দুস্থ ও অসহায়দের মাঝে মাংস বিলিয়ে দেন। জানতে চাইলে খাইরুল ইসলাম বলেন, আমার বাবার কোনো সম্পত্তি ছিল না। অন্যের দেয়া জমিতেই আমরা থাকতাম। অভাব-অনটনের জন্য ২০০৬ সালে এক প্রতিবেশীর সহযোগিতায় ৯ বছর বয়সে আমি সেনাবাহিনীর ব্যক্তিগত গৃহপরিচারক হিসেবে কাজ শুরু করি। সেনাবাহিনীর সঙ্গে পোস্তগোলা ক্যান্টনমেন্টের ৫ আরই ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার কোরসহ যমুনা, কাপ্তাই এবং নাটোরের ব্যাটালিয়নে কাজ করেছি দীর্ঘদিন। সেনাবাহিনীর মানবিকতায় আজ আমার অভাব নেই। পরিবার-পরিজন নিয়ে বেশ সুখেই আছি আমরা। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সোমবার নিজ উদ্যোগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার নামে আল্লাহর দরবারে ১১টি খাসি কোরবানি দিলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও