তিন কোটি আট লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সাময়িক বরখাস্ত) বজলুর রশীদকে জামিন দেননি হাইকোর্ট। বুধবার (১৩ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালত দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মেজবাহুল ইসলাম আসিফ। মেজবাহুল ইসলাম আসিফ বলেন, আদালত জামিন দেননি, বলেছেন রেগুলার কোর্টে (ছুটি শেষে) যেতে। পরে খুরশীদ আলম খান বলেন,গত জানুয়ারি মাসেও তার জামিন প্রশ্নে জারি করা রুল কিছু ডাইরেকশন দিয়ে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। আজ শুনানি হয়েছে কিন্তু তিনি জামিন পাননি। এর আগে গত ২৯ জানুয়ারি বজলুর রশীদের প্রশ্নে জারি করা রুল খারিজ করেছিলেন হাইকোর্ট।একইসঙ্গে এই মামলার তদন্ত ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে বলেছেন। ঘটনার বিবরণী উল্লেখ করে তখন রাষ্ট্রপক্ষ জানিয়েছিলেন, ডিআইজি বজলুর রশীদ অবৈধ সম্পদের অর্থ থেকে রাজধানীর সিদ্বেশ্বরীতে তিন কোটি আট লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.