ইউএনডিপি'র উদ্যোগে চালু হলো অনলাইন বিক্রয় সেবা ‘আনন্দমেলা’
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয়ের উদ্যোগে একসেস টু ইনফরমেশনের সহযোগিতায় (এটুআই) করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার জন্য চালু করা হলো অনলাইন বিক্রয় সেবার ডিজিটাল প্লাটফর্ম আনন্দমেলা। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। জানা গেছে, আনন্দমেলা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ক্রেতা এবং বিক্রা উভয়ই সরাসরি সংযুক্ত হতে পারবেন। আর করোনা মহামারির এমন পরিস্থিতিতে কোন রকম ঝুঁকি ছাড়া ঘরে বসেই ক্রেতাদের ঈদের কেনাকাটা করতে সাহায্য করবে এই ডিজিটাল প্লাটফর্ম। আর এতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা করোনা ভাইরাসের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন আনন্দমেলা.শপের সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানায়, কোন রকম খরচ ছাড়াই আনন্দমেলায় ক্রেতা বিক্রেতারা ক্রয় বিক্রয় করতে পারবেন।