এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখার পাঁচ উপায়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ মে ২০২০, ১২:৩৫

একে তো প্রচণ্ড গরম, সেই সঙ্গে রোজার মাস। তার উপর আবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা সবারই! এই গরম থেকে বাঁচতে অনেকেই হয়ত এসির ব্যবহার করছেন। তবে যাদের ঘরে এসি নেই তারা তো গরমে সিদ্ধ হওয়ার উপক্রম! তবে উপায়? অবশ্যই উপায় রয়েছে। জানেন কি? এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখা যায়। এক্ষেত্রে মানতে হবে কয়েকটি নিয়ম। তবেই ঘর থাকবে এসির ন্যায় ঠাণ্ডা।  > ঘর ঠাণ্ডা করার সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হলো টেবিল ফ্যানের সামনে  একটি পাত্রভর্তি বরফ রাখা। ফ্যানের বাতাস বরফের মতোই ঠাণ্ডা হয়ে ঘরে ছড়িয়ে পড়েবে। > জানেন কি? কয়েকটি গাছ ঘরে রাখলেই আপনি শীতল পরিবেশ পাবেন। অর্কিড জাতীয় গাছ রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও