দেশে ২ মাসে করোনা সংক্রান্ত হটলাইনগুলোতে ৪৯ লাখ ফোনকল
সরকারি হিসেবে করোনা বাংলাদেশে প্রথম হানা দেয় ৮ মার্চ। দেশে যাতে এ ভাইরাসের প্রকোপ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। চালু করেছে হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইনগুলোতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৫ হাজার ১৮টি ফোনকল এসেছে। এ পর্যন্ত এসব হটলাইনে গত দুই মাসে ৪৯ লাখের বেশি কল এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন মুক্তপাঠে চিকিৎসা সেবা দিতে যুক্ত আছেন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ হাজার ৭২১ চিকিৎসক। এছাড়া স্বেচ্ছা ভিত্তিতে ফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন আরও ৪ হাজার ৭০ জন চিকিৎসক।
হটলাইনে নিয়োজিত জনবল প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে বলেন, আমাদের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, সমন্বিত কন্ট্রোল রুম, আইইডিসিআরের হটলাইনের নম্বরগুলোতে বর্তমানে ২শ’রও বেশি মানুষ রোস্টার ভিত্তিতে কাজ করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.