ব্রাজিলে অপরিহার্য কার্যক্রমের তালিকায় জিম ও সেলুন

বণিক বার্তা প্রকাশিত: ১৩ মে ২০২০, ০০:২৬

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে লকডাউনের মধ্যে শরীরচর্চার জন্য জিম ও চুল কাটানোর জন্য সেলুনকে মানুষের অপরিহার্য কার্যক্রমের অংশ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি এর আগে কভিড-১৯ কে সাধারণ ফ্লু হিসেবে দাবি করেছিলেন। সরকারি গেজেটের একটি বিশেষ সংস্করণে নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনে থাকা রাজ্য ও শহরগুলোতে অপরিহার্য কার্যক্রমের তালিকায় জিম ও সেলুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।গত সোমবার রাতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সাংবাদিকদের বলেন, আমি আজ জিম ও বিউটি সেলুনকে নাগরিকদের অপরিহার্য কার্যক্রমের তালিকায় রেখেছি, কারণ স্বাস্থ্যই জীবন।বোলসোনারো বলেন, যে কেউ বাড়িতে বসে থাকার কারণে, তার কোলেস্টেরলের মাত্রা বাড়ছে, উদ্বেগ তৈরি হওয়া ছাড়াও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও