চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে জীবাণুনাশক মেশিন বসানো হয়েছে। সোমবার এটির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনা ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমানের অর্থায়নে মেশিনটি বসানো হয়।সোমবার বিকালে চট্টগ্রামের একমাত্র ফিল্ড হসপিটালের উদ্যোক্তা ও সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে এ জীবানুনাশক মেশিনটি হস্তান্তর করেন আজিজুর রহমান। চেম্বারটি বিদ্যুৎ চালিত। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুস সবুর লিটন, ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় উপসমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরি রিন্টু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তফা কামাল, যুবলীগ নেতা মামুন উদ্দিন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি ফয়সাল সাব্বির এবং সাধারণ সম্পাদক মীর ইমতিয়াজ, সাইফুল ইসলাম, এম হাসান আলী, কামরুল ইসলাম রাসেল, সহ-সভাপতি, ওমরগণি এমইএস কলেজ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সজীব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.