কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা নেগেটিভ মনমোহন বাড়ি ফিরেছেন

সমকাল প্রকাশিত: ১২ মে ২০২০, ১৫:৩৯

কিছুটা জ্বর ও বুকে ব্যথা নিয়ে রোববার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের দুইবারের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে তিনি এখন সুস্থ রয়েছেন। করোনা পরীক্ষায়ও তার ফলাফল এসেছে নেগেটিভ। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে বাড়ি ফিরেছেন এই বর্ষিয়ান কংগ্রেস নেতা। খবর এনডিটিভির। মনমোহনের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার হাসপাতাল থেকে মনমোহন সিংকে ছাড়ার পর তিনি বাড়িতে ফিরে এসেছেন। তার সব মেডিকেল রিপোর্ট স্বাভাবিক রয়েছে। ৮৭ বছরের মনমোহনকে বুকে ব্যথার কারণে রোববার রাত ৮ টা ৪৫ মিনিটে এইমস হাসপাতালের কার্ডিও-থোরাসিক বিভাগে ভর্তি করা হয়। কার্ডিওলজির অধ্যাপক ডা. নীতিশ নায়েকের অধীনে চিকিৎসা নেন তিনি। তাকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা-নিরীক্ষা করে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু পাননি চিকিৎসকরা। এছাড়া শরীরে জ্বর থাকার কারণে সোমবার তার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। তাতেও ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার এইমস হাসপাতাল পক্ষ থেকে বলা হয়, ‘দু'বার হার্টে বাইপাস সার্জারি করা মনমোহনের একটি নতুন ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ায় তিনি অসুস্থ বোধ করছিলেন। তাকে আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা পর্যবেক্ষণে থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও