কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুতার্তেকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করায় স্কুল শিক্ষক গ্রেপ্তার

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ মে ২০২০, ১৪:৪৩

রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে কেউ হত্যা করতে পারলে তাকে ৫ কোটি ফিলিপিনো পেসো পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা দিয়ে গ্রেপ্তার হয়েছেন জাম্বালেসের একজন ইতিহাসের শিক্ষক। আজ ডাগুপান শহর থেকে রনেল মাস নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই)। গ্রেপ্তার হওয়া শিক্ষক তার টুইটার হ্যান্ডেল থেকে (@রনপ্রিন্স_রনেল মাস) ৫ মে প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়ে একটি বার্তা পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, যদি কেউ দুতার্তেকে হত্যা করতে পারে তাহলে আমি তাকে ৫ কোটি পেসো পুরষ্কার দেব।' টুইটটি অবশ্য মাসের অ্যাকাউন্টে বেশি সময় দেখা যায়নি। একটু পরেই মুছে ফেলা হয়। তবে এনবিআইয়ের দাগুপান অফিস স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে। আটকের পর কর্তৃপক্ষ দ্বারা পোস্ট করা একটি ভিডিও বার্তায়, মাস দুতার্তের কাছে ক্ষমা চেয়েছেন। বলেছেন, এই টুইটটি কেবল আমার নিজস্ব চিন্তাভাবনা ছিল তবে তা উপেক্ষা করা হয়েছিল। এটা ভুল পদক্ষেপ ছিল। আমি এজন্য রাষ্ট্রপতি দুতার্তের কাছে ক্ষমা চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও