লকডাউনে এইচআইভি থেকে সাবধান
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২০, ১৪:০৯
বিপদের ওপর বিপদ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে দেশে লকডাউন কৌশল নেওয়া হয়েছে। এই কৌশল কাজও দিচ্ছে। কিন্তু লকডাউনের কারণে আরেক প্রাণঘাতী ব্যাধি এইচআইভি/এইডসের বিস্তার ঘটতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জরিপে উঠে আসা এসব তথ্যের ভিত্তিতে মনে হতে পারে, এইচআইভি/এইডসের সংক্রমণ কমবে। কিন্তু জরিপের আরেকটি তথ্য ভয়ংকর দিক সামনে এনেছে। জরিপে অংশ নেওয়া এক–চতুর্থাংশ পুরুষ জানিয়েছেন, তাঁরা যৌনবাহিত রোগের পরীক্ষা করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। কারণ, লকডাউনের জন্য এ–সংক্রান্ত পরীক্ষা সেবা দেওয়ার হাজারো সেন্টার বন্ধ। এর অর্থ, লকডাউনের মধ্যে যাঁরা ঝুঁকিপূর্ণ যৌনকর্ম করছেন, তাঁরা যৌনবাহিত রোগের পরীক্ষা করতে পারছেন না। ফলে নিজেদের অবস্থা তাঁরা জানতে পারছেন না।