You have reached your daily news limit

Please log in to continue


করোনার তাণ্ডবে আমাজনের প্রাচীন এক উপজাতি বিলুপ্তির পথে

এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় তাণ্ডব চালিয়ে গত এপ্রিলেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনে। এ ভাইরাসের তাণ্ডব এতটাই বেড়েছে যে, প্রাচীন এক উপজাতি বিলুপ্তির পথে। ওই উপজাতির নাম সেইকোপাই। বর্তমানে সেইকোপাই উপজাতির সংখ্যা ৭৪৪৷ তার মধ্যে ১৫ জনের করোনা ধরা পড়েছে। উপজাতিটির দুই প্রবীণ নেতা মারা গিয়েছেন করোনায়৷ চিন্তার বিষয় হচ্ছে, যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবার সঙ্গেই মিশেছেন। প্রাচীন এই উপজাতির বসবাস ইকুয়েডর-পেরু সীমান্তে। সেইকোপাই উপজাতির নেতা জাস্টিনো পিয়াগুয়াজের অভিযোগ, এপ্রিলের মাঝামাঝি সময়েই তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন৷ কিন্তু তাদের কথায় কান দেয়নি কেউ৷ কয়েকজন ডাক্তার বলেছিলেন, এটি নাকি করোনা নয়, সিজনাল ফ্লু! তিনি বলেন, এর আগেও আমাদের এই ধরনের বিপদের মুখে পড়তে হয়েছে। আমরা চাইছি না ইতিহাসের পুনরাবৃত্তি হোক। এই পরিস্থিতি অনেকেই করোনা থেকে বাঁচতে আমাজনের একেবারে গহীনে পালিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশি৷ ১৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে সে দেশে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন