পিপিই ছাড়াই সিআরপিতে সেবা দিচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা
সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই, মাস্ক ও গ্লাভস ছাড়াই শারীরিকভাবে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের সরাসরি চিকিৎসা প্রদান করায় করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্টাফসহ রোগীরাও। সিআরপি কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেলে সংক্রমণ ঝুঁকি এড়িয়ে এসব রোগীদের সেবাদান অনেকটাই নির্বিঘ্ন হবে। প্রতিদিন পিপিই, মাস্ক ও গ্লাভস ছাড়াই করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে শারীরিকভাবে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন সিআরপি'র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে করে সেবা প্রদানকারী ব্যক্তি কিংবা রোগী একে অপরের সংস্পর্শে আসায় করোনায় আক্রান্ত হতে পারেন বলে শঙ্কা সবার। চিকিৎসকরা জানান, সিআরপিতে চিকিৎসা নিতে আসা দুর্ঘটনায় আহত দরিদ্র রোগীদের অধিকাংশের শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাদের করোনা সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। কিন্তু পিপিই, মাস্ক ও গ্লাভসসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী না থাকায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সরাসরি সেবা দিতে হচ্ছে তাদের। সিআরপিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, এখানে আসা শারীরিকভাবে অক্ষম রোগীদের সরাসরি চিকিৎসা দেয়া হয় বলে চিকিৎসকদের সংস্পর্শে আসা রোগীদেরও করোনা সংক্রমণ ঝুঁকি রয়েছে। সিআরপি কর্তৃপক্ষ জানায়, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে হলেও তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হলে আতংক ছাড়া রোগীদের সেবা প্রদান নির্বিঘ্নে হতো।