You have reached your daily news limit

Please log in to continue


‘দর্শক থাক বা না থাক, মাঠের খেলা শুরু হোক’

সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন পরামর্শ দিচ্ছেন ফুটবলের মতো করে হলেও যেন শুরু করে দেয়া হয় মাঠের ক্রিকেট। পিটারসেনের মতে মাঠে দর্শকদের কাজ মূলত উৎসাহ-অনুপ্রেরণা বাড়ানো। কিন্তু এখন করোনা আতঙ্কে তাদের মাঝেই কোন উৎসাহ। তাই এবার দর্শকদের মনে আনন্দ-বিনোদন জোগানোর দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদেরই। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পিটারসেন বলেছেন, ‘দর্শক বা অন্যান্য মানুষদের এখন একটা মানসিক প্রশান্তি দরকার। তাদের বর্তমান মানসিক অবস্থা এখন খুবই নেতিবাচক, খুবই খারাপ অবস্থায়। খেলাধুলা অনেক মানুষের জন্যই ইতিবাচক টনিক হিসেবে কাজ করে। করোনাভাইরাসের ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত রুদ্ধদ্বার স্টেডিয়ামেই খেলতে হবে আমাদের।’ এসময় খেলোয়াড়দের মাঠে ফিরতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ক্রীড়াবিদদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। মাঠে দর্শক না থাকলে কী হয়েছে? টিভিতে সম্প্রচারিত হলে দর্শকের সংখ্যা থাকবে অনেক বেশি। কয়েকজন খেলোয়াড় জীবনের সেরা সময়ে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন