ফাঁকা গ্যালারির পক্ষে পিটারসেন

ইত্তেফাক প্রকাশিত: ১২ মে ২০২০, ০৪:০১

হসাই থমকে যাওয়া ক্রিকেট বিশ্ব স্বাভাবিক হবে না। করোনা ভাইরাসের প্রকোপ কমাতে দর্শকশূন্য গ্যালারিকে সমাধান মানছেন অনেকেই। এই দলে আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে প্রায় দুই মাস ধরে বিশ্বজুড়ে সব ধরনের খেলা বন্ধ হয়ে আছে। দর্শকের উপস্থিতি ছাড়া খেলা ফেরানোর কথা বলছেন অনেকে। পরিস্থিতি নিরাপদ মনে হলেই কেবল পেশাদার ক্রিকেট মাঠে ফেরানো উচিত, রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন ৩৯ বছর বয়সি পিটারসেন। তিনি বলেন, ‘সমর্থক, লোকজনের মনোবল বাড়ানো দরকার। এই মুহূর্তে তাদের মনোভাব নেতিবাচক। খেলাধুলা অনেক মানুষকে উজ্জীবিত ও ইতিবাচক করে তুলবে। করোনা ভাইরাস থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে। ক্রীড়াবিদদের এটির সঙ্গে মানিয়ে নিতে হবে। কিছু খেলোয়াড় তাদের ক্যারিয়ারের সেরা সময়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও