কুমিল্লার লাকসামে মাসুম খান নামক এক যুবক চিতাবাঘের তিনটি শাবকের সন্ধান পেয়েছেন। গতকাল লাকসামের চনগাঁও নোয়াপাড়া গ্রামে ওই যুবক ফসলি জমি থেকে ধান কাটতে গিয়ে শাবকগুলো দেখতে পান। পরে ওই যুবক তথ্য গোপন করে মোটা অঙ্কের বিনিময়ে শাবকগুলো বিক্রির অপচেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ শাবকগুলো উদ্ধার করেছে।
সূত্রে জানা যায়, উপজেলার চনগাঁও নোয়াপাড়ার আবেদনগর মাদ্রাসা-সংলগ্ন হাজী ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ইরি ধান কাটতে গিয়ে চিতাবাঘের তিনটি শাবক দেখতে পান। এ সময় দুই-তিনজনের সহযোগিতায় তিনি জীবিত অবস্থায় শাবকগুলো আটক করে নিজ জিম্মায় নেন। মাসুম এগুলো বাড়িতে নিয়ে খাঁচায় বন্দী করে অত্যন্ত গোপনে রেখে দেন। এরপর তিনি দুটি শাবক আটক করেছেন মর্মে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর পর থেকে এলাকার লোকজন শাবকগুলো দেখতে এলেও তিনি দেখাননি। বরং তার বিরুদ্ধে আগতরা দুর্ব্যবহারেরও অভিযোগ এনেছেন। স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, মাসুম চিতাবাঘের শাবকগুলো
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.