বাংলাদেশে করোনার ভবিষ্যৎ
বাংলাদেশ কি করোনার পিক টাইমে (সংক্রমণের সর্বোচ্চ পর্যায়) আছে নাকি সেই সময়টি আরও সামনে? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিনই করোনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। সবশেষ সোমবার একদিনে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। তবে শনাক্ত বৃদ্ধির কারণ পরীক্ষার সংখ্যা বেড়েছে। প্রতিদিন যে সংখ্যক পরীক্ষা হচ্ছে, সে তুলনায় আক্রান্ত ১২ শতাংশের কিছু কমবেশি। মৃত্যুর হার আরও কম। পরিসংখ্যান বিচার করলে ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত খুব বেশি আতঙ্কের নয়। কারণ এখানে এখনও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যথেষ্ট কম। কিন্তু এ নিয়ে আমাদের নির্ভার বা নিশ্চিন্ত থাকার কি সুযোগ রয়েছে?
আপনি আপনার বাসার আশপাশের দোকানদার, বিশেষ করে যারা রাস্তার উপরে যারা মাছ-মাংস, সবজি ও ফলমূল বিক্রি করেন, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা সেভাবে ফিজিক্যাল ডিসট্যান্স বা স্বাস্থ্যবিধি মানেন না। অথচ তারা প্রতিদিনি অগণিত মানুষের সংস্পর্শে আসেন। কিন্তু এখন পর্যন্ত পাড়া মহল্লার এসব দোকানদারদের মধ্যে কতজন আক্রান্ত হয়েছেন? আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন কতজন আক্রান্ত হয়েছেন বা কতজনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে।