কভিড-১৯-এর প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের পোশাক পণ্যের ব্র্যান্ড ইয়েলোর খুচরা বিক্রয় কেন্দ্র খুলতে শুরু করেছে। প্রাথমিকভাবে গতকাল রবিবার থেকে ঢাকার ১১টি স্থানে পুণরায় কার্যক্রম শুরু করেছে ইয়েলো। জানা গেছে, রাজধানীতে চালু হওয়া ইয়েলোর ১১টি বিক্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে ধানমন্ডি, গুলশান ও মিরপুরের ফ্ল্যাগশিপ স্টোর, উত্তরা সেক্টর ২ ও ৭ এর স্টোর, বেইলি রোডের দুটি স্টোর। এছাড়াও খোলা আছে বনানী, মগবাজার, মোহাম্মদপুর এবং ওয়ারির ইয়েলো স্টোর। ইয়েলোর হেড অব রিটেইল অপারেশন হাদী এস এ চৌধুরী বণিক বার্তাকে বলেন, প্যানডেমিক টাইম বিবেচনায় নিয়েই সরকার বলেছে ইকোনমি ঠিক রাখার জন্য কিছু খোলা প্রয়োজন। সেই দিক নির্দেশনা অনুসরণ করে আমরা ইকোনমি ঠিক রাখার পথে অগ্রসর হয়েছি। যে সমস্ত সচেতনতা নিরাপত্তার স্বার্থে সরকার বজায় রাখতে বলেছে আমরা তার থেকেও বেশি সচেতন হয়ে কাজ করার চেষ্টা করছি। চেষ্টা করছি যেনো আমাদের কাস্টমার নিরাপদ থাকেন ও কোন রকম দ্বিধা ছাড়াই তারা যেনো শপিং করতে পারেন। স্টোরগুলোর অভ্যন্তরে সামাজিক দুরত্ব বজায় রাখার পদক্ষেপ নেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.