ইডেনে ভিভিএস লক্ষ্মণের রূপকথার ২৮১ রানের ব্যাটটা যদি হাতে নিয়ে ছবি তোলার সুযোগ আসে! কিংবা ইডেনের বুকে রোহিত শর্মার ওয়ান ডে-র ২৬৪ রানের ইতিহাসের জার্সি গায়ে চাপিয়ে সেল্ফির সুযোগ!
লকডাউনের বাজারে নতুন কোনও ভার্চুয়াল চ্যালেঞ্জ মনে হচ্ছে? একদমই নয়। বরং ইডেন মহাকাব্যের এমন অনেক কিছুই এ বার আসতে চলছে ক্রিকেটপ্রেমীদের একেবারে হাতের মধ্যে।
২০২১ সালের মধ্যে ইডেনে হবে ক্রিকেটের জাদুঘর। ইন্ডোর স্টেডিয়ামে সামনে। সেখানে শুধু ইতিহাসকে চাক্ষুষ করা নয়, তা ছুঁয়ে দেখারও সুযোগ করে দেওয়া হচ্ছে। ইডেনের বাইশ গজে বিভিন্ন ক্রিকেটারের স্মরণীয় কীর্তির ক্রিকেট সরঞ্জাম থাকবে জাদুঘরে। সেই সব সরঞ্জামের সঙ্গে ক্রিকেটভক্তরা পাবেন ছবি তোলার সুযোগ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.