কাপড়ের তেল বা ঝোলের দাগ? সহজেই তুলে ফেলুন এই কৌশলে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১১ মে ২০২০, ১১:৩৩
রান্না করতে গেলে কিংবা খাবারের সময় অসতর্কতার কারণে কাপড়ে তেল বা ঝোল পড়ে যেতেই পারে। তবে সমস্যা হয় এর জেদী দাগ নিয়ে। কোনোভাবেই যেন তা কাপড় থেকে উঠতে চায় না। তেলতেলে ছোপ আর ঝোলের হলুদ-মসলার দাগ কাপড় থেকে তোলা যেন এক রকম অসম্ভব হয়ে পড়ে। তবে সমস্যা যতই কঠিন হোক না কেন সমাধানের পথ ঠিকই থাকে। তেমনি এই কঠিন দাগ তোলারও রয়েছে দারুণ কৌশল। একটি বিশেষ পেস্ট সহজেই কাপড়ের যে কোনো ধরণের তেল, গ্রিজ বা মশলার দাগ তুলতে সক্ষম। কেবল দাগের স্থানে লাগিয়ে রাখবেন এই বিশেষ পেস্ট! এই উপায়ে মোটামুটি যে কোনো ধরণের কাপড় থেকেই দাগ তোলা যায়। তবে সুতি কাপড় থেকে খুব সহজে ওঠে।
- ট্যাগ:
- লাইফ
- তেলের দাগ
- তেলের দাগ তোলার টিপস