You have reached your daily news limit

Please log in to continue


করোনা: শিল্পীদের পাশে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা

চট্টগ্রাম: চলমান করোনা দুর্যোগে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা। সামাজিক দূরত্ব মেনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রায় দুইশ পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। গত একমাস ধরে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের অসুস্থ সংগীত শিল্পী, নাট্যশিল্পী ও যন্ত্রশিল্পীর পরিবারগুলোকে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হচ্ছে। নানা কারণে যারা আসতে পারছেন না তাদের উপহার পৌঁছে দেওয়া হচ্ছে বাসা-বাড়িতে। সংস্থার সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পী জানিয়েছেন, এ পর্যন্ত তারা কয়েক ধাপে সংস্থার সদস্যদের বাইরেও প্রায় ১ হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিয়েছেন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখা হবে । এদিকে সংস্থার উদ্যেগে সদরঘাট জুঁই কমিউনিটি সেন্টারে ১৬২ জন সাউন্ড ক্রু ও লাইট ক্রুকে ৫ দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি তবলাবাদক অভিজিত চক্রবর্তী, বর্তমান সভাপতি প্রবীর দত্ত সাজু, সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পী, সজল ভট্টাচার্য, এস এম শাহজাহান, মো. তাজউদ্দিন, শিমুল চন্দ্র নাথ প্রমুখ। বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ১১, ২০২০ এসি/টিসি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন