শিগগিরই নতুন ফোন আনছে শাওমি। মডেল রেডডমি নাইন। সম্প্রতি আরএফ এক্সপোজার ওয়েবসাইটে M2004J19G মডেল নম্বরে একটি নতুন ফোন দেখা গেছে। চীনের এক সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ১০ ওয়াট চার্জিং থাকবে। এছাড়াও ইউরোপের এক সার্টিফিকেশন ওয়েবসাইটেও M2004J19AG মডেল নম্বরে নতুন স্মার্টফোনের অস্তিত্ব মিলেছে। একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফোন আসলে রেডমি নাইন। কিন্তু এই বিষয়ে এখনও উচ্চবাচ্য করেনি শাওমি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.