কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় ধূসর হলুদ তরমুজের স্বপ্ন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১১ মে ২০২০, ০৮:০০

রাজশাহী: ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আবহাওয়া তরমুজ চাষের উপযোগী বলা হয়। কিন্তু উষ্ণ অঞ্চল হওয়ায় রাজশাহীর কোথাও রসালো ফল তরমুজের চাষ হয় না। এরপরও রাজশাহীর বরেন্দ্রভূমি খ্যাত গোদাগাড়ীতে প্রথম বারোমাসি তরমুজ চাষ করে সফল কৃষকের খাতায় নাম লিখিয়েছেন মনিরুজ্জামান মনির।বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত তরুণ কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান মনিরের কৃষি খামারে এবারও মাচায় চাষ হচ্ছে বিদেশি হানি ডিউ ও রক মেলন জাতের তরমুজ। কিন্তু হালে করোনা সংকটের কারণে তার রঙিন স্বপ্ন ধূসর হয়ে উঠেছে। তরমুজ বাজারজাতের এই মোক্ষম সময়ে পড়েছে করোনার অশুভ ছায়া। ফলে কাঙ্ক্ষিত ফলন দিয়েও উপযুক্ত দাম উঠছে না। মন্দা বাজার, মজুর ও পরিবহন সংকটের কারণে রাজধানী ঢাকায় পাঠানো যাচ্ছে না উন্নতজাতের এই তরমুজ। অগত্যা রমজান মাসে রাজশাহীর বাজারেই বিক্রি হচ্ছে মনিরের রঙিন স্বপ্ন। গ্রীষ্মের রসালো ফল তরমুজ। এই গরমে রোজাদারের তৃষ্ণা মেটাতে ইফতারে তরমুজের কোনো জুড়ি নেই। আছে অনেক স্বাস্ব্যগুণও। আর বিদেশি হানি ডিউ ও রক মেলন জাতের উন্নত এই রসালো ফলটি বারোমাসই চাষ করা যায়। এই দুই জাতের একটি তরমুজের ভেতরে হলুদ বাইরের রং সবুজ। আর একটির ভেতরের রং লাল বাইরে দেখতে হলুদ। মন ভালো করে দেওয়ার একটি খবর হচ্ছে- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চৈতান্যপুর গ্রামে গত সাত বছর থেকে এই বারোমাসি তরমুজ চাষ হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও