কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্পূর্ণ বেতনের দাবিতে ৬ কারখানা শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ মে ২০২০, ০০:০৫

আশুলিয়ায় ও গাজীপুর এলাকায়  ছয়টি কারখানার শ্রমিকরা সম্পূর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার সকালে আশুলিয়ার জামগড়া ও গাজীপুরের জিরানী এলাকার বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়,  ফুল বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ২য় দিনের মতো জিরানি এলাকার ডরিন গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।এদিকে প্রতিদিনের মতো রবিবার সকালেও জামগড়া এলাকার স্টারলিং গ্রুপের দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়। বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরেই সম্পূর্ণ বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে বিক্ষোভ করতে থাকে।অন্যদিকে জামগড়া এলাকার দি রোজ নামক গার্মেন্টেসের শ্রমিকরাও সম্পূর্ণ বেতনের দাবিতে কর্মবিরতী পালন শুরু করে। প্রায় এক ঘন্টারও বেশি সময় কর্মবিরতী পালন করার পর স্থানীয় জনপ্রতিনিধি ও শিল্প পুলিশ কারখানার গিয়ে বাড়ির মালিকদের ৬০ভাগ ভাড়া নেওয়ার বিষয়টি আশ্বাস দেওয়ায় শ্রমিকরা আবারও কাজে যোগ দেয়।শ্রমিকরা অভিযোগ করে বলেন, শতভাগ বেতন না পেলে তারা বাড়ি ভাড়াসহ তাদের অনান্য ব্যায় কিভাবে মেটাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও