![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/09/432b2ce8915b005f3e6b34080422690e-5eb6e17fc7e84.jpg?jadewits_media_id=1531155)
দর্শকবিহীন ক্রিকেটে রোমাঞ্চ নেই, বলছেন কোহলি
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মে ২০২০, ২৩:৫০
ফুটবল, ক্রিকেট, হকি যেটাই হোক না কেন; খেলার প্রধান অলংকার তো দর্শকই। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সেই অলংকারকে পাশে সরিয়ে রেখেই মাঠে ফেরাতে হচ্ছে খেলা। দর্শকবিহীন ফুটবল আবার ফুটবল নাকি—অনেকেই বলছেন এমনটা! ক্রিকেটের ক্ষেত্রেও একই কথা। ভারত অধিনায়ক বিরাট কোহলি তো বলেই ফেলেছেন, দর্শকবিহীন খেলা হলে ক্রিকেটের আসল রোমাঞ্চটাই আর খুঁজে পাওয়া যাবে না। করোনার কারণে মার্চ মাস থেকেই বন্ধ সব...