You have reached your daily news limit

Please log in to continue


পরশুরামে আধপাকা ধানে ব্লাস্ট, উদ্বিগ্ন কৃষকরা

ফেনীর পরশুরামে ধান ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আধাপাকা ধানে হঠাৎ করে এ রোগ দেখা দেয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে করোনা পরিস্থিতির কারণে কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদেরও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় অনেক কৃষক বাজার থেকে টুপার ও বাস্টিং কিনে স্প্রে করছেন। কিন্তু তাতে কোনো ফল পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত ১০ হেক্টর জমির ব্লাস্ট আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সংক্রমনের পরিমাণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার পরশুরামে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বৃহস্পতিবার কয়েকজন কৃষক ক্ষেত থেকে ধান তুলে অফিসে নিয়ে গেলে কৃষি বিভাগ ব্লাস্টের সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন