![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/05/09/624e70256b93ebcdeb9eed768fbccf37-5eb660b8ca7c3.jpg?jadewits_media_id=1531040)
শ্রীমতি কমলা দত্ত আর নেই
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মে ২০২০, ১৩:৪৭
মিশিগান অঙ্গরাজ্যের ট্রয় সিটির বাসিন্দা শ্রীমতি কমলা দত্ত আর নেই। ৯৪ বছর বয়সে ৮ মে সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি পরলোক গমন করেন। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ কারণে তাঁকে ডেট্রয়েট রিসিভিং হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মারা গেছে
- মেীলভীবাজার