![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F09%2Fthana.jpg%3Fitok%3DrHYCj4Mf)
লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়া, স্কুলছাত্রের ‘আত্মহত্যা’
এনটিভি
প্রকাশিত: ০৯ মে ২০২০, ১২:৪৫
মাগুরার শালিখা উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়ার পর অভিমান করে সিফাত হাসান নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। সিফাত হাসান উপজেলার জুনারী গ্রামের হাসান খবির মোল্যার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পাশের বাড়ির লিটন মেম্বারের ছেলের সঙ্গে লুডু খেলাকে কেন্দ্র করে সিফাতের ঝগড়া হয়। এরই জের ধরে অভিমান করে আত্মহত্যা করে সিফাত। ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।