হাড়িভাঙ্গা আমে স্বপ্ন ভঙ্গের শঙ্কা
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০৮ মে ২০২০, ১৯:৪৭
কীটনাশক সংকট, শ্রমিক সংকটে পরিচর্যার অভাবসহ বেশকিছু কারণে রংপুরের সুস্বাদু হাড়িভাঙ্গা আমে চাষিদের স্বপ্ন ভঙ্গের শঙ্কা দেখা দিয়েছে। চাষিরা আম গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছেন আর ভাবছেন এই আম যথা সময়ে পরিপক্ক হলেও তা বাজারজাত করবেন কিভাবে। করোনা ছোবলে চারিদিকে সব কিছু স্থবিব। সেখানে এই আম পরিবহন হবে
- ট্যাগ:
- বাংলাদেশ
- আম ব্যবসায়ী
- কীটনাশকের ব্যবহার