![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/May/08/1588934516002.jpg&width=600&height=315&top=271)
করোনা: লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষি ও ব্যবসায়ীরা
বার্তা২৪
প্রকাশিত: ০৮ মে ২০২০, ১৬:৪১
পাইকার আর ব্যবসায়ীদের দেন-দরবারে স্বভাবতই এখন কর্মমুখর থাকার কথা 'লিচুর রাজ্য' হিসেবে পরিচিত নাটোরের গুরুদাসপুরের লিচু মোকামগুলো। অথচ এসব লিচুই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সহস্রাধিক চাষি ও ব্যবসায়ীদের।