![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F08%2Fkorial.jpg%3Fitok%3DRuZunhK0)
কড়াইল বস্তিতে সময় ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
এনটিভি
প্রকাশিত: ০৮ মে ২০২০, ১৩:০০
করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের মধ্যে সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় রাজধানীর কড়াইল বস্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সময় ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। পাশাপাশি সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুরে বাইতুন নূর মাদ্রাসা ও এতিমখানায় অসহায় শিশুদের মধ্যে ইফতার ও এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান চৌধুরী, সহসভাপতি জি এম শরীফ, পরিচালক পর্ষদের সদস্য রেজওয়ান শাহনেওয়াজ এবং মিডিয়া ও পাবলিক রিলেশন ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন। সময় ফাউন্ডেশন দেশে করোনার আক্রমণের পর