![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F07%2Fdoulodia_ghat.jpg%3Fitok%3DdhDeVm3b)
শিমুলিয়াঘাটে বেড়েছে যাত্রীদের চাপ
এনটিভি
প্রকাশিত: ০৭ মে ২০২০, ১২:৩৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। ফেরি ও ট্রলারে গাদাগাদি করে যাত্রীরা ছুটে আসছে দক্ষিণবঙ্গ থেকে। তারা মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়াঘাটে আসছে। যাত্রীদের বেশির ভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, প্রতিদিনই এ নৌপথ দিয়ে যাত্রীরা শিমুলিয়াঘাটে ছুটে আসছে। বৃহস্পতিবার একাদশ দিনের মতো যাত্রীদের চাপ লক্ষ করা গেছে। সকালের দিকে রো-রো ফেরি শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি কুমিল্লা কাঁঠালবাড়িঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুল