কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাগরে ভাসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বলেছে জাতিসংঘের ৩ সংস্থা

প্রথম আলো প্রকাশিত: ০৬ মে ২০২০, ২০:২১

জাতিসংঘের তিনটি সংস্থা বঙ্গোপসাগর আর আন্দামান সাগরে তিন সপ্তাহের বেশি সময় ধরে ট্রলারে ভাসতে থাকা শ পাঁচেক রোহিঙ্গাকে আশ্রয় দিতে এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন এ আহ্বান জানিয়েছিল।  আজ বুধবার ব্যাংকক থেকে প্রচারিত এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এ আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, রাখাইন থেকে মানব পাচারকারীদের ফাঁদে পড়ে প্রায় ৫০০ রোহিঙ্গা মালয়েশিয়া যাত্রা করেছিল। দেশটির উপকূলে ভিড়তে না পেরে পাচারকারীরা তাদের নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। যদিও ৩ মে ২৮ জন রোহিঙ্গা বাংলাদেশের উপকূলে আসার পর তাদের পাঠানো হয়েছে ভাসানচরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও