![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F05%2F06%2Fsavar.jpg%3Fitok%3DpCTJnxGz)
সাভারে আক্রান্তদের অর্ধেক পোশাকশ্রমিক, জরুরি বৈঠক
এনটিভি
প্রকাশিত: ০৬ মে ২০২০, ১৩:৫০
ঢাকার সাভারে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো পোশাকশ্রমিক। এ নিয়ে আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকই তৈরি পোশাক কারখানার শ্রমিক। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ আবারও জরুরি বৈঠকে বসবে উপজেলা প্রশাসন। প্রশাসনের একটি সূত্র জানায়, সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা.